কক্সবাজারের বিকাশ ডিস্ট্রিবিউটর ৬০ লাখ টাকা নিয়ে উধাও কর্মচারি ইসমাইল

কক্সবাজারের বিকাশ ডিস্ট্রিবিউটর এনএফ এন্টারপ্রাইজের ৬০ লাখ টাকা নিয়ে উধাও কর্মচারি ইসমাইল

মো: সাইফুল ইসলাম।

কক্সবাজারের বিকাশ ডিস্ট্রিবিউটর এনএফ এন্টারপ্রাইজের ৬০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন মোহাম্মদ ইসমাঈল (৪৩) নামক কর্মচারি। বুধবার (১৮ নভেম্বর) বিকাল পৌনে ৪ টার দিকে এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ওই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (জিএম) নিজাম উদ্দিন। অভিযুক্ত মোহাম্মদ ইসমাঈল কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবমেরিন ক্যাবল এলাকার বাসিন্দা মৃত ফকির মোহাম্মদের ছেলে।
তিনি ফজল মার্কেটস্থ বিকাশ ডিস্ট্রিবিউটর এনএফ এন্টারপ্রাইজের মাসিক বেতনভুক্ত সিএনজি চালক ও ‘মানি রানার’ হিসেবে চাকুরিরত।

 তিনি নিয়মিত অফিসে টাকা আনা নেওয়ার কাজ করে থাকেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, এনএফ এন্টারপ্রাইজের নামীয় ইনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. কক্সবাজার শাখা থেকে উত্তোলনের জন্য বুধবার সকালে মোহাম্মদ ইসমাঈলকে একটি চেক প্রদান করা হয়।

প্রতিদিন টাকা উত্তোলন করে অফিসে জমা দিয়ে আসলেও এবার করেছে উল্টো। ব্যাংক থেকে উত্তেলিত ৬০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায় মোহাম্মদ ইসমাঈল

। মূলতঃ টাকার লোভ সামলাতে না পেরে এমন ঘটনাটি ঘটিয়েছে বলে স্থানীয়রা মনে করছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এনএফ এন্টারপ্রাইজের মালিক আনোয়ারুল ইসলাম।

আপনি আরও পড়তে পারেন