ধামইরহাটে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

ধামইরহাটে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ



নওগাঁর ধামইরহাটে ২০২০-২১ অর্থ বছরে রবি মওসুমে কৃষি পুনর্বাসনের আওতায় ৩ হাজার ৩শ ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের হল রুমে ধামইরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

ইরি-বোরো ধানের বীজ,গম,ভুট্রা,সরিষা,মুগডাল,পেঁয়াজ,সূর্যমুখী,চীনা বাদাম,মসুর ডাল,খেসারী ডাল,টমেটো ও মরিচের বীজ এবং ডিএপি ও পলাশ বিতরণ করা হয়।

বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আলেফ উদ্দিনের, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা,কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আসাদ্জ্জুামান প্রমুখ।

                                                                                                             মাসুদ সরকার
                                                                                                       ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
                                                                                                                                                                                                              

আপনি আরও পড়তে পারেন