নবাবগঞ্জে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ উদ্বোধন

নবাবগঞ্জে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ উদ্বোধন


দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.


প্রাকৃতিক দূর্যোগে সৃষ্ট ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পূর্নবাসন কর্মসূচীর আওতায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আছমা জাহান প্রমুখ।

উপজেলার ১৪টি ইউনিয়নের সাড়ে চার হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা ও পূণর্বাসনের মধ্যে ধান, গম, ভুট্টা, সরিষা, মশুর, টমেটো, সূর্যমুখী ও চিনাবাদামের বীজ ও সার বিতরণ করা হয়।

বিপ্লব ঘোষ

আপনি আরও পড়তে পারেন