‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘেরাও, চারজনের আত্মসমর্পণ

‘জঙ্গি আস্তানা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব-১২’র সদস্যরা। সেখান থেকে চারজন বেরিয়ে এসে আত্মসমর্পণ করেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে উপজেলার উকিলপাড়া এলাকায় ওই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব। সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ওই ঘরে প্রবেশ করেছে।

র‌্যাব-১২’র সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, ‘জঙ্গি আস্তানা’ আমরা ওই বাড়িটি অভিযান চালাচ্ছি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র‌্যাবের আরো টিম কাজ করছে।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মহিউদ্দিন মিরাজ জানান, বেলা পৌনে ১১টার সময় ওই বাড়ি থেকে বের হয়ে ৪ জন আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজনের নাম কিরণ। তিনি পাবনা-সিরাজগঞ্জ জেমএমবির আঞ্চলিক প্রধান।

এ ঘটনায় ঢাকা থেকে র‌্যাবের আলাদা টিম ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযান এখনো চলছে বলেও জানান এই কর্মকর্তা।

আপনি আরও পড়তে পারেন