শ্রীমঙ্গলে মাস্ক না পরায় ৩৫ জনকে ভ্রাম্যমাণ আদালতরে জরমিানা

শ্রীমঙ্গলে মাস্ক না পরায় ৩৫ জনকে ভ্রাম্যমাণ আদালতরে জরমিানা


অরবন্দি দবে,শ্রীমঙ্গল প্রতনিধিঃ

শ্রীমঙ্গলে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নর্দিশে ও স্বাস্থ্যবধিি উপক্ষো করে মুখে মাস্ক না পরায় ৩৫ জনকে জরমিানা আদায় করছেে ভ্রাম্যমাণ আদালত।


রববিার সকালে শ্রীমঙ্গল চৌমুহনা হতে মৌলভীবাজার সড়করে বভিন্নি ব্যবসা প্রতষ্টিান ও শহরে মাস্ক না পরায় দায়ে প্রায় তনি ঘন্টাব্যাপী পৃথক পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত পরচিালনা করে ৩৫ জনকে ৫ হাজার ২০০ টাকা জরমিানা করা হয়।


শ্রীমঙ্গল উপজলো নর্বিাহী অফসিার ও বজ্ঞি নর্বিাহী ম্যাজস্ট্রিটে জনাব নজরুল ইসলাম মাস্ক না পরার দায়ে ২৫ জনকে ৪ হাজার ১০০ টাকা জরমিানা করনে।


শ্রীমঙ্গলরে সহকারি কমশিনার (ভূম)ি ও বজ্ঞি নর্বিাহী ম্যাজস্ট্রিটে জনাব মো. নছোর উদ্দনি ১০ জনকে ১ হাজার ১০০ টাকা জরমিানা করনে।


এসময় শ্রীমঙ্গল থানা পুলশিরে দুইটি দল ভ্রাম্যমান আদালতরে অভযিানে সহযোগতিা করনে।

প্রায় ৩ ঘণ্টাব্যাপী এই অভযিানরে পাশাপাশি অসচ্ছল ব্যক্তদিরে মাঝে বনিা মূল্যে মাস্ক বতিরণ করা হয়।

শ্রীমঙ্গলরে ইউএনও নজরুল ইসলাম বলনে, করোনাভাইরাস থকেে রক্ষা পতেে অবশ্যই মাস্ক পরতে হব

’স্বাস্থ্যবধিি ও মাস্ক পরধিান নশ্চিতি করতে ভ্রাম্যমাণ আদালতরে অভযিান অব্যাহত থাকব।

আপনি আরও পড়তে পারেন