কুলাউড়ায় করোনা সংক্রমণে সেকেন্ড ওয়েভ প্রতিরোধে পুলিশের মাস্ক বিতরণ

কুলাউড়ায় করোনা সংক্রমণে সেকেন্ড ওয়েভ প্রতিরোধে পুলিশের মাস্ক বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে কুলাউড়া থানা পুলিশ


সোমবার (২৩ নভেম্বর) কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে পৌরহর এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত মাস্ক বিহীন পথচারীদের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।


মাস্ক বিতরণ কার্যক্রমে কুলাউড়া থানার এসআই সনক কান্তি দাস, এসআই কানাই লাল চক্রবর্তীসহ থানার অন্যান্য অফিসাররা অংশগ্রহণ করেন।


কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।


এছাড়া তিনি করোনার সংক্রমণ এড়াতে কাজ শেষে সাবান দিয়ে হাত ধোয়া, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। তার পাশাপাশি হ্যান্ডশেক-কোলাকুলি বন্ধ রাখা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে পরামর্শ দেন।


আপনি আরও পড়তে পারেন