মৌলভীবাজারে টেকসই পর্যটনের জন্য স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মৌলভীবাজারে টেকসই পর্যটনের জন্য স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ অনুষ্ঠিত

| মৌলভীবাজারে টেকসই পর্যটনের জন্য Volunteers for Sustainable Tourism শিরোনামে প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে জেলার ১০০ জন Volunteer কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।


সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় অনলাইন প্লাটফর্মের মাধ্যমে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।


প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ (অতিরিক্ত সচিব), বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসকমীর নাহিদ আহসান।


টেকসই উন্নয়নের লক্ষ্যে পর্যটনের প্রচারের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং UN Volunteers, Bangladesh এর যৌথ উদ্যোগে পর্যটন সমৃদ্ধ অঞ্চলে স্থানীয় স্বেচ্ছাসেবক দল গঠন করা হচ্ছে। এই প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকগণ স্থানীয় জনগোষ্ঠীর অংশীদারিত্ব, দায়িত্ব – কর্তব্য সম্পর্কে জনগণকে সচেতন করেন এবং বাংলাদেশের ঐতিহ্য ও পর্যটন আকর্ষণগুলি সংরক্ষণ করার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


মোঃ মামুনুর রশীদমৌলভীবাজার জেলা প্রতিনিধি

আপনি আরও পড়তে পারেন