সখীপুরে বেসরকারী তৃতীয় শ্রেণি কর্মচারি পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

সখীপুরে বেসরকারী তৃতীয় শ্রেণি কর্মচারি পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

-বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারি পরিষদের টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল আজ রবিবার সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এমএ হাশেমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু প্রধান অতিথি উপস্থিত ছিলেন। 

 
এ সময়  সর্বসম্মতিক্রমে সখীপুর পিএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী-কাম কম্পিউটার বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী এমএ হাশেমকে সভাপতি এবং বংকী পাবলিক উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী-কাম কম্পিউটার আঃ ছবুর মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট  একটি কমিটি ঘোষণা করা হয়।

  
এছাড়াও সম্মেলনে বক্তারা ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদবি ও বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নিত করাসহ ১০ দফা  দাবি জানান।


সম্মেলনে অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মফিজুল ইসলাম, বড়চওনা কুতুবপুর কলেজের অধ্যক্ষ এম এ রউফ, প্রেসক্লাব’র সভাপতি শাকিল আনোয়ার, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, সখীপুর পিএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসেন, গজারিয়া শান্তিকুঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ভূইয়া, জেলা তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দাস, সহ-সভাপতি কামাল খান, যুগ্ম সম্পাদক রিমল তালুকদারসহ সখীপুর উপজেলার বিভিন্ন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারীরা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন