আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ্যে ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ্যে ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সদর উপজেলা পরিষদ চত্বরে নারী পক্ষের ১৬ দিনের ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনলী।


সমাবেশে বক্তব্য রাখেন নারী নেত্রী ডালিয়া নাসরিন, ফাতেমা খানম মুক্তা, খাদিজা রহমান প্রমুখ। বক্তারা বলেন বড় ধরনের বৈষম্যের শিকার হচ্ছে। রাজনৈতিক দলগুলোতে নির্বাচনে নারীদের সংরক্ষিত পদেই অংশ নিতে হয়।

এক্ষেত্রেও দলের যারা প্রধান থাকে তাদের স্বজনরাই সুযোগ পায়। কিন্তু সাধারন নারীরা সব ক্ষেত্রেই বঞ্চিতই থেকে যাচ্ছে, শিকার হচ্ছে বৈষম্যের আর নির্যাতনের। ধর্ষন ও সকল যৌন সহিংসতার বিরুদ্ধে বেসরকারি সংস্থা অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন রুপান্তর এ আয়োজন করে।

আপনি আরও পড়তে পারেন