বিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

বিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

 দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরামপুর এপি’র সহযোগীতায় উপজেলার রতনপুরে অবস্থিত ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মানবনন্ধন ও নারী নির্যাতন প্রতিরোধে প্রচারনামূলক সভা অনুষ্ঠিত হয়।

 এতে উপস্থিত ছিলেন, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্ন, ইউপি মেম্বারবৃন্দ, ধানঝুড়ি চার্চের ফাদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, বিবাহ নিবন্ধন রেজিস্ট্রার (কাজী), মসজিদের ইমাম, হিন্দু, খ্রীষ্টান ও আদিবাসী কমিউনিটির প্রতিনিধিবৃন্দ। 


আপনি আরও পড়তে পারেন