বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদ ও মৌলবাদি, ফতোয়াবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রোববার (২৯ নভেম্বর) সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে রিয়াজুল হাসান সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাহউদ্দিন আহমেদ। সম্পর্কিত খবর টাঙ্গাইলে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী হেফাজতের বক্তব্য স্বাধীনতার চেতনাবিরোধী: মেনন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন মৃধা, পৌর কমিটির সাধারণ সম্পাদক অরূপ দত্ত, সহ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ অন্যরা। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে হাজার বছরের শ্রেষ্ঠ এ সন্তানকে নিয়ে জাতীর গৃহীত কর্মসূচিকে নস্যাত করার জন্য তার ভাস্কর্য নির্মাণ নিয়ে নোংরা রাজনীতি করছে ধর্মের অপব্যাখ্যাকারি ফতোয়াবাজরা। এদেরকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। অন্যথায় দেশদ্রোহী এ অপশক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক আপামর জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে কঠোর অবস্থানে যাবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদ ও মৌলবাদি, ফতোয়াবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

রোববার (২৯ নভেম্বর) সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে রিয়াজুল হাসান সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাহউদ্দিন আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন মৃধা, পৌর কমিটির সাধারণ সম্পাদক অরূপ দত্ত, সহ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ অন্যরা।

এ সময় বক্তারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে হাজার বছরের শ্রেষ্ঠ এ সন্তানকে নিয়ে জাতীর গৃহীত কর্মসূচিকে নস্যাত করার জন্য তার ভাস্কর্য নির্মাণ নিয়ে নোংরা রাজনীতি করছে ধর্মের অপব্যাখ্যাকারি ফতোয়াবাজরা। এদেরকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। অন্যথায় দেশদ্রোহী এ অপশক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক আপামর জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে কঠোর অবস্থানে যাবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

আপনি আরও পড়তে পারেন