সমস্যার আবর্তে বেলাব সদর হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা।

সমস্যার আবর্তে বেলাব সদর হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা।

প্রদীপ কুমার দেবনাথ, বেলাব (নরসিংদী)।।

নরসিংদী জেলার বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় দুই লক্ষ লোকের আশা ভরসার একমাত্র আশ্রয়। উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই হাসপাতালটির বর্তমান চিকিৎসা সেবা মারাত্মক প্রশ্নের সম্মুখীন। প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে রোগীরা।

হাসপাতালে গিয়ে দেখা যায় এখানে চিকিৎসক, যন্ত্রপাতি, অপারেটর, কুকার, সুইপার সংকটসহ বহুবিধ সমস্যায় জর্জরিত এ হাসপাতালে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতালে ১৯ টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন ৭ জন।

পাঁচজন ৫ জন চিকিৎসক প্রেষণে থাকায় অপারেশন থিয়েটার সহ থমকে আছে অনেক গুরুত্বপূর্ণ কর্মকা-। হাসপাতাল কর্তৃপক্ষ জানান এ হাসপাতালে কমপক্ষে ৫ জন কনসালটেন্ট থাকার কথা থাকলেও এ হাসপাতালে বর্তমানে একজনও নেই, প্রতিটি পদ শূন্য। খুঁড়িয়ে চলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটির অস্তিত্ব নামে থাকলেও কাজে নেই।

এক্সরে মেশিন থাকলেও তা চালু করা সম্ভব হয়নি টেকনিশিয়ানের অভাবে। আগত রোগীদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা বসে থেকেও চিকিৎসা সেবা না পাওয়া আর ভুক্তভোগীদের হাজারো অভিযোগ হাসপাতালটির দৈন্যতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। হাসপাতালে আগত রোগীরা জানান সকাল ৯ টায় এখানে এসে এখন ১২ টা বাজলেও কাঙ্খিত ডাক্তারের খোঁজ পাননি তারা।

এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম জানান, হাসপাতালের জনবল এখানকার স্বাস্থ্য সেবা প্রদানের প্রধান অন্তরায়। এরপরও সীমিত জনবল নিয়ে শতভাগ চিকিৎসা সেবা প্রদানের আন্তরিক চেষ্টা করে যাচ্ছি আমরা।

আপনি আরও পড়তে পারেন