চকরিয়ার উত্তর হারবাং এর ছিন্নমূল, অসহায় মানুষের নাগরিকত্বের মান রোহিঙ্গা রোহিঙ্গাদের চেয়ে নিচে

চকরিয়ার উত্তর হারবাং এর ছিন্নমূল, অসহায় মানুষের নাগরিকত্বের মান রোহিঙ্গা রোহিঙ্গাদের চেয়ে নিচে

মো: সাইফুল ইসলাম ( জেলা প্রতিনিধি কক্সবাজার)

রবিবার, ২৯  নভেম্বর, ২০২০

উত্তর  হারবাং এর ছিন্নমূল, অসহায় মানুষদের  নাগরিকত্বের মান কি রোহিঙ্গা জনগণের নীচে এমন প্রশ্ন জনগণের ? চকরিয়া উপজেলার উত্তর হারবাং একটি সমৃদ্ধ  আদি জনপদ। এখানকার মানুষের রয়েছে জাতীয় পরিচয় পত্র, রয়েছে ভোটার তালিকায় তাদের নাম, ভোগ করছেন- রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা।

 কিন্তু নিজেদের নামে নুন্যতম পরিমাণ রেকর্ডীয় জমি নেই। ফলে তারা ভূমিহীন এবং বসবাস করেন-বন বিভাগের জায়গায়। মূলত তারা এখনে এসেছেন- ১৯৫৯/৬০ সালের তুফানে বাড়ী ঘর হারিয়ে। চট্টগ্রাম-কক্সবাজারের বিভিন্ন উপজেলায় তাদের পুর্বের নিবাস।

 বংশ পরম্পরায় এখানে তাদের বসবাস সর্বোচ্চ ৬০ থেকে শুরু করে নিম্ন ৩০ বছর পর্যন্ত। এখানে বনায়নহীন জায়গায় তারা আশ্রয় নিয়ে নিজেদের মতো ঘর-বাড়ী তৈরী করে এবং জমি আবাদ পুর্বক চাষবাস করে জীবন-জীবিকা নির্বাহ করছেন। তাই তাদেরকে স্ব-স্থানে পুনবর্বাসন করা একান্তই জরুরী হয়ে পড়েছে।

 এ প্রয়োজনের তাগিদ থেকেই স্থাণীয় “হারবাং মৌজায় বসবাসকারী ভুমিহীন পরিবার” নামক একটি সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক, কক্সবাজার বরাবরে গত বছর ৬ ফেব্রুয়ারী একটি আবেদন করা হয়।

 জেলা প্রশাসক, কক্সবাজার এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) চকরিয়া’র কাছ থেকে একটি প্রতবেদন।

 সহকারী কমিশনার (ভুমি) দীর্ঘ তদন্ত শেষে গত ‘১৪ জুলাই হারবাং মৌজহার ১৭টি তফশীলের ৫৯৪.৯৪ একর বনায়নহীন বন ভূমি বন বিভাগ থেকে অব্মুক্ত করণ পুর্বক জেলা প্রশাসকের ০১ নং খাঁস খতিয়ানে এনে স্থাণীয় বসবাসকারী ভূমিহীন জনগণের অনুকূলে বন্দোবস্তী দেয়া যেতে পারে-মর্মে প্রতিবেদন দাখিল করেন, যা স্থাণীয় ভূমিহীন জনগণের জন্য একটি দলিল হিসেবে থাকবে আজীবন।

 জেলা প্রশাসক এ প্রতিবেদনের আলোকে চট্টগ্রামের বন বিভাগ থেকে মতামত চাইলে ঘটে যায় বিপত্তি।

 বন বিভাগ এ বিষয়ে জেলা প্রশাসক বরাবরে কোন মতামততো দেননি, বরং এতে ক্ষিপ্ত হয়ে আশ্রিত জনগণকে এখান থেকে চলে যাওয়ার জন্য নোটিশ দিচ্ছে।

 এ অবস্থায় স্থানীয় জনগণের মধ্যে চরম আতংক বিরাজ করছে- জনগণ প্রশ্ন করছেন- “আমরা কি রোহিঙ্গাদের চেয়েও খারাপ হয়ে গেলাম”স্থাণীয় জনগণ এ বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব আশা করছেন।

আপনি আরও পড়তে পারেন