নরসিংদীতে শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেফতার

নরসিংদীতে শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেফতার

সাইফুল ইসলাম রদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (০১ ডিসেম্বর) ভোর রাতে শিবপুর মডেল থানাধীন তেলিয়া শ্মশানঘাট সংলগ্ন একটি সবজির বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
জনকে গ্রেফতার করা হয় এবং তাদের দখল থেকে ৬০ পিস ইয়াবা, ৪ টি চাপাতি, ১ টি চাইনিজ কুড়াল ও ১টি ছোডা উদ্ধার করা হয়।


তারা শিবপুর থানা এলাকায় বসতবাড়ীতে ডাকাতি করার জন্যে সমবেত হয়ে শলাপরামর্শ করতেছিল। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত রবিন ও তন্ময়ের বিরদ্ধে একাধিক চুরি, ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- শিবপুর থানার তেলিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোঃ রবিন মিয়া (২৬), মোমেন ভূঁইয়ার ছেলে মোঃ তন্ময় ভূঁইয়া (২০), বাশার ভূঁইয়ার ছেলে মোঃ জয়নাল ভূঁইয়া (১৮), আনোয়ার হোসেনের ছেলে মোঃ উজ্জ্বল মিয়া (১৯) ও মুন্সেফেরচর এলাকার বকুল হোসেন ড্রাইভার এর ছেলে নাদিম মিয়া(২৭)।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রপণ কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মাহমুদুল হাসান মারফ ও মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ শিবপুর মডেল থানা এলাকার তেলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় ডাকাত প্রবন এলাকা তেলিয়া গ্রামের হাবিবুল্লাহর শিমের (সবজি) বাগানের ভিতর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয় এবং তাদের দখল থেকে ৬০ পিস ইয়াবা, ৪ টি চাপাতি, ১ টি চাইনিজ কুড়াল ও ১টি ছোডা উদ্ধার করা হয়।


তারা শিবপুর থানা এলাকায় বসতবাড়ীতে ডাকাতি করার জন্যে সমবেত হয়ে শলাপরামর্শ করতেছিল। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত রবিন ও তন্ময়ের বিরদ্ধে একাধিক চুরি, ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনি আরও পড়তে পারেন