দাউদকন্দি লালমিয়া পাইলট উচ্চবিদ্যালয় টাকা ছাড়া এসাইন্টমেন্ট মিলেনা

দাউদকন্দি লালমিয়া পাইলট উচ্চবিদ্যালয় টাকা ছাড়া এসাইন্টমেন্ট মিলেনা

মোঃ রাসেল দেওয়ানকুমিল্লা জেলা

দাউদকান্দি উপজেলা লালমিয়া পাইলট উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক আহসান হবিবের বিরুদ্বে এসাইন্টমেন্ট দিয়ে  সরকারি নির্দেশ অমান্য করে ছাত্র ছাত্রীদের কাছ থেকে হাতিয়ে নেন তিন হাজার ৫০০ টাকা থেকে শুরু করে পাচঁ হাজার টাকা পর্যন্ত সরে জমিনে গিয়ে দেখা যায় ঐ স্কুলের শিক্ষক মনির ও সোহেলের মাধ্যমে  টাকা আদায় করা হয় সরে জমিনে গিয়ে আরো দেখা যায় স্কুলের ছাত্র ছাত্রীদের খবর দিয়ে আনে শিক্ষকরা, তাদের মুখে ছিলনা কোন মাস্ক ঐস্কুেলের বেশিরভাগ ছাত্র ছাত্রী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কালির বাজার ইউনিয়নের, যাদের নুন আন্তে পান্তা ফুরায় দিন মজুর কৃষকের ছেলে মেয়ে পড়ালেখা করে 

 যোর করে তাদের কাছ থেকে টাকা আদায় করার প্রমানও রয়েছে আর টাকা না দিলে দেয়া হয়না এসাইন্টমেন্ট সে সময় প্রকাশ্যে ছাত্র ছাত্রীরা ক্ষোব প্রকাশ করে সাংবাদিকদের বলেন আমাদের কাছ থেকে জোর জবস্তি টাকা নেন সারেরা না দিলে খাতা দেয়না, এসময় ছাত্রর ছাত্রীরা উর্ধধতন  কর্তৃপক্ষের নজর দাবি করে এ বিষয়ে কুমিল্লা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ এর সাথে কথা হলে তিনি জানান এধরনের কর্মকান্ড যেখানেই ঘটবে আমরা তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেবো, তিনি আরো বলেন সত্যতা যাচাই করে প্রমান    পেলে ছাত্র ছাত্রীদের টাকা ফেরত দিতে হবে বলে ও যানান,কথা হয় দাউদকান্দি উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাংগীর আলমের সাথে তিনি বলেন ঘটনা সত্যতার প্রমান পেয়েছি  দ্রত আইনগত ব্যবস্থা নিবো বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।  

আপনি আরও পড়তে পারেন