চাঁদপুরে ৩৮০ পিস ইয়াবাসহ নারী আটক

চাঁদপুরে ৩৮০ পিস ইয়াবাসহ নারী আটক

মোঃ রাসেল দেওেয়ান  (চাঁদপুর)

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে মারুফা আক্তার ময়না নামে নারী মাদক কারবারি আটক করা হয়েছে।

৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের রেডিং টিম অভিযান চালিয়েছে। অভিযানে সদর উপজেলার আশিকাটি গ্রামের ওই নারীর বাড়ি ওসমান ম্যানশন (কালু মালের বাড়ি) থেকে তাকে আটক করা হয়।

মারুফা আক্তার ময়না ওই বাড়ির দিদার মালের স্ত্রী। এ সময় ময়নার ঘর থেকে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, তিনি চাঁদপুর সদর মডেল থানায় ময়নার বিরুদ্ধে নিয়মিত মামলা করেছেন। অভিযানের টের পেয়ে দ্বিতীয় আসামি দিদার মাল পালিয়ে যান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

আপনি আরও পড়তে পারেন