নরসিংদীর রায়পুরায় ফাস্ট বেঞ্চে বসা নিয়ে সহপাঠীর মারধরে মো. শুভ মিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

নরসিংদীর রায়পুরায় ফাস্ট বেঞ্চে বসা নিয়ে সহপাঠীর মারধরে মো. শুভ মিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:


নরসিংদীর রায়পুরায় ফাস্ট বেঞ্চে বসা নিয়ে সহপাঠীর মারধরে মো. শুভ মিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শুভ রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. লায়েছ মিয়ার ছেলে ও নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনরা জানান, ২৮ নভেম্বর স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে যায় শুভ। ওই সময় ফাস্ট বেঞ্চে বসাকে কেন্দ্র করে শুভকে মারধর করে দুই সহপাঠী রিফাত প্রধান ও মোজাম্মেল। এ নিয়ে শুভ ক্লাস শিক্ষকের কাছে বিচার দেয়। এরপর শিক্ষক তাদের শাস্তি দেন।

এরই জেরে স্কুল প্রাঙ্গনে ৮-১০ জন মিলে শুভর মাথা দেয়ালের সঙ্গে ঠেকিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর স্কুলের প্রধান শিক্ষকের কাছে জড়িতদের বিচার চেয়ে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে শুভ।
স্বজনরা প্রথমে শুভকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করান। পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সে মারা যায়।

রায়পুরা থানার এসআই দেব দুলাল দে বলেন, স্কুলছাত্রের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ এখনো থানায় মামলা করেননি।

আপনি আরও পড়তে পারেন