মেসির ফেরার দিনে জয়ের স্বপ্ন বার্সেলোনার

মেসির ফেরার দিনে জয়ের স্বপ্ন বার্সেলোনার

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনাকে আতিথ্য দেবে কাদিজ। প্রতিপক্ষকে সমীহ করেই জয়ের ধারা বজায় রাখতে চায় কাতালানরা। তবে রিয়াল মাদ্রিদকে হারানো কাদিজ এবার প্রস্তুত আরো একবার চমক দেখাতে। এদিকে, বিশ্রাম শেষে একাদশে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। একই সময় ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে লড়বে লিডস ইউনাইটেড।

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব আগেই নিশ্চিত করেছে বার্সেলোনা। সবশেষ ম্যাচে মেসিকে ছাড়াই হ্যাঙ্গেরির ক্লাব ফেরেঙ্কভারোসকে হারিয়ে, ফুরফুরে মেজাজে রোনাল্ড কোম্যানের দল। তবে লা লিগায় যেন ছন্নছাড়া বার্সা।

সবমিলিয়ে এবারের মৌসুমে খুব একটা স্বস্তিতে নেই কাতালানরা। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে বার্সেলোনা। যদিও ওসাসুনার বিপক্ষে বড় জয় পাওয়ায় কিছুটা নির্ভার কোম্যান শিষ্যরা। এবার স্প্যানিশ জায়ান্টদের প্রতিপক্ষ কাদিজ। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনার চেয়ে একধাপ এগিয়ে লিগে উন্নীত হওয়া ক্লাবটি।

শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদকে হারানো কাদিজ এবার প্রস্তুত লা লিগায় আরো একবার চমক দেখাতে। তাই তো ঘরের মাঠে গ্রিজম্যান-দেম্বেলে-মেসিদের আটকাতে ছক এঁকেছেন কাদিজ কোচ। যদিও পরিসংখ্যান ও শক্তিমত্তার দিক থেকে কাদিজের চেয়ে এগিয়ে কাতালানরা। যেখানে বার্সেলোনার সঙ্গে দুইবারের মুখোমুখিতে জয়ের দেখা মেলেনি কাদিজের।

এদিকে, ইনজুরির কারণে স্যামুয়েল, জেরার্ড পিকে ও আনসু ফাতির সার্ভিস মিস করবে বার্সা। তারপরও সেরা একাদশ মাঠে নামাবেন কোচ রোনাল্ড কোম্যান।

বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান বলেন, ‘এবারের মৌসুমে ভালো খেলছে কাদিজ। তাদের সমীহ করছি। নিজেদের মাঠে ওরা সেরাটা দেয়ার চেষ্টা করবে। দলের ফুটবলাররা ছন্দে রয়েছে। তারপরও পরিকল্পনা অনুযায়ী ফুটবলাররা পারফর্ম করতে পারলে ইতিবাচক ফল আসবে।’

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির প্রতিপক্ষ লিডস ইউনাইটেড। সবমিলিয়ে সময়টাও দারুণ যাচ্ছে চেলসির। ইপিএল কিংবা চ্যাম্পিয়নস লিগ দুই জায়গাতেই অপ্রতিরোধ্য ল্যাম্পার্ড শিষ্যরা।

এ পর্যন্ত ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে লিডস ইউনাইটেড। তবে পরিসংখ্যান বলছে, দু’দলের ৮১ বারের দেখায় চেলসির ২৪ জয়ের বিপরীতে লিডসের জয় ৩৬টি।

চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড জানান, ‘আমরা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। অলিভার জিরুদ ফর্মে আছে। আশা করছি এ ম্যাচেও সেরাটা দেবে জিরুদ।’

ইংলিশ দর্শকদের জন্য স্বস্তির খবর, স্ট্যামফোর্ড ব্রিজে এ ম্যাচটি উপভোগ করতে পারবে দুই হাজারেরও বেশি সমর্থক।

আপনি আরও পড়তে পারেন