মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি ||

কুলাউড়ায় জাল কাগজপত্র তৈরি করে বিভিন্ন লোকজন দিয়ে থানায় অভিযোগ, আদালতে চাঁদাবাজী ও লুটপাট এর মামলা দিয়েছন হয়রানী করার অভিযোগ উঠেছে একই উপজেলার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের মধ্য কৌলা গ্রামের প্রতিপক্ষ মৃতঃ হোসেন আলীর পুত্র আতাউর রহমান, আজিজুর রহমান ও হাবিবুর রহমানগংদের বিরুদ্ধে।

আজ ৫ ডিসেম্বর মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য ভুক্তভোগী ছবিরুন বেগম জানান মৌরসীসুত্রে প্রাপ্ত তার পিতার ( তপলীল, থানা- কুলাউড়া, জেল নং- ৯৬, এসএ খতিয়ান নং- ১৫৭ ও ২৮৯, এসএ দাগ নং-৭৪১, জায়গার পরিমান- মোট ১৪শতক ভূমির মালিক ও দখলদার।

এবং ৭৩৯নং দাগে ১৩ শতক,৭৪২ দাগে ১৬ শতক ও ৭৪০ দাগে ১৬শতক মোট ৪৫শতক ভূমি মৌরসীসুত্রে মালিক ও দখলদার নেওয়ারুন নেছা, হাওয়ারুন নেছা, সমরুন নেছা ও মনিরুন নেছা। কিন্তু, এলাকার আতাউর রহমান, আজিজুর রহমান ও হাবিবুর রহমানগংরা দীর্ঘদিন যাবৎ উক্ত জায়গা দখল করে নিতে তাদেরকে নানাভাবে হয়রানী, একাধিক মিথ্যা মামলা ও নির্যাতন করে আসছে।

সর্বশেষ, প্রতিপক্ষের লোকজন জুড়ী উপজেলার ফুলতলা বাজারের জনৈক রমজান মিয়াকে বাদী করে, কুটই মিয়া, শাহ নুর মিয়া, মুসলিম মিয়া, রায়হান আহমেদ, সোহাগ আলী, জফুর আলী ও মোঃ জসিমকে আসামী করে চাঁদাবাজী ও লুটপাট এর মিথ্যা ও বানোয়াট ঘটনা সাজিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আদালতেমামলা দায়ের করেন।


সাংবাদিকদের সরেজমিন তদন্ত করে প্রকৃত ঘটনা সমাজ জাতি ও আইন প্রয়োগকারী সংস্থার নিকট তোলে ধরার আহবান জানিয়ে  বলেন-স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য লোকজন তাদেরকে এ বিষয়ে একাধিকবার বৈঠকে বসারআহবান জানালেও সরকারী চাকুরীজীবি হাবিবুর রহমান ও তার অন্যান্য ভাই বৈঠকেবসতে রাজি হননি।


ভুক্তভোগী পরিবারের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হাওয়ারুন নেছা, নেওয়ারুন নেছা, সেলি বেগম, মনিরুন বেগম, লতিফা বেগম, কুটই মিয়া, শাহনুর মিয়া, সুকুর আলী, মোঃ কুদ্দুস,মোঃ বাবুল মিয়া, চেরাগ আলী, রায়হান মিয়া ও রাজন মিয়া।

আপনি আরও পড়তে পারেন