শেরপুরে মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবীতে সংবাদ সম্মেলন

শেরপুরে মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবীতে সংবাদ সম্মেলন

শেরপুর প্রতিনিধি :

১৯৭১ সালে ১৭ এপ্রিল মুুজিব নগরে বাংলাদেশের প্রথম গঠিত সরকার ঘোষিত মঞ্চ তৈরী ও অন্যান্য কাজে জড়িত ৬০ জন ব্যক্তিকে সহযোগী মুক্তিযোদ্ধা স্বীকৃতি প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শেরপুরে।


৫ ডিসেম্বর শনিবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়দনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন উল্লেখিত ৬০ জনের পক্ষে শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী লেবু।


এসময় তিনি লিখিত বক্তব্যে জানায়, ১৯৭১ সালে তিনি তার নানার বাড়িতে মেহেরপুরের তৎকালীন মুজিবনগরে সরকার ঘোষনা মঞ্চ তৈরীর কাজে লিপ্ত ছিলেন। এ বিষয়ে ইতিপূর্বে সহযোগী মুক্তিযোদ্ধার দাবীতে সরকারের কাছে লিখত ভাবে আবেদন করা হয়েছে। কিন্তু অদ্যবধি সে বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

আপনি আরও পড়তে পারেন