বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় চকরিয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নিন্দাক

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় চকরিয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নিন্দাক

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগ চকরিয়া উপজেলা। 

শনিবার (০৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু সৈনিক লীগ চকরিয়া উপজেলা শাখার  সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক  ইমতিয়াজ মাহমুদ ইমন  ও সাধারণ সম্পাদক এম সামু সিকদার  স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।


বিজ্ঞপ্তিতে তারা বলেন, জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে কুষ্টিয়ায় পাঁচ রাস্তা মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের কিছু অংশ রাতের আধারে স্বাধীনতা বিরোধী অপশক্তি কর্তৃক ভেঙে বিকৃতি করায় বঙ্গবন্ধু সৈনিক লীগ চকরিয়া উপজেলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।


সেই সাথে দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।


উল্লেখ্য, কুষ্টিয়া শহরের ব্যস্ততম পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন ছিল বঙ্গবন্ধুর ভাস্কর্যটি। গত শুক্রবার রাতের আঁধারে ওই ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমন্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

আপনি আরও পড়তে পারেন