২০২১ সালের আইপিএল কবে কোথায় হবে

২০২১ সালের আইপিএল কবে কোথায় হবে?

নতুন বছরের শুরুতে ভারতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। কোভিড পরবর্তী সময়ে ভারত-ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ হবে ভারতেই। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সূচি প্রকাশ করেছে বিসিসিআই এবং ইসিবি। আর তারপর থেকেই আলোচনা শুরু হয়েছে ২০২১ সালের আইপিএল কবে আর কোথায় হবে?

*এক নজরে দেখে নেওয়া যাক ভারত-ইংল্যান্ড সিরিজের সূচি-

৫-৯ ফেব্রুয়ারি: প্রথম টেস্ট , চেন্নাই

১৩-১৭ ফেব্রুয়ারি: দ্বিতীয় টেস্ট, চেন্নাই

২৪-২৮ ফেব্রুয়ারি: তৃতীয় টেস্ট, আমেদাবাদ৪-৮ মার্চ : চতুর্থ টেস্ট, আমেদাবাদ

*পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

১২, ১৪, ১৬, ১৮, ২০ মার্চ- পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচই হবে আমেদাবাদে

*তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

২৩,২৬,২৮ মার্চ -তিনটি ম্যাচে হবে পুনেতে

ভারত-ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ শেষ হওয়ার অন্তত দু সপ্তাহ পর আইপিএল শুরু হতে পারে। তবে তা ১০ এপ্রিলের পরেই হবে। সেক্ষেত্রে এপ্রিলের তৃতীয় সপ্তাহে আইপিএলের ১৪ তম সংস্করণ শুরু হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। করোনা পরবর্তী সময়ে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ তিনটি স্টেডিয়ামে হবে।

এই সিরিজের ওপর অনেকটাই নির্ভর করছে। ভারতে আইপিএল হলে সে ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক কিছু স্টেডিয়ামে বসতে পারে ১৪ তম কোটিপতি লিগের আসর। তাই বলা যেতে পারে করোনা পরবর্তী সময়ে দেশের মাঠে ভারত-ইংল্যান্ড সিরিজ হতে চলেছে বিসিসিআই-এর কাছে অ্যাসিড টেস্ট।

আপনি আরও পড়তে পারেন