কাঠালিয়াতে বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

কাঠালিয়াতে বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা


কাঠালিয়া প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে সূর্যদয়ের সাথে সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার।

পরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্ধ মুক্তিযোদ্ধা প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এবার করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্প পরিসরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

মোঃ মোশারেফ হোসেন
কাঠালিয়া প্রতিনিধি

আপনি আরও পড়তে পারেন