চাঁদপুরে ৩৭ লাখ টাকা মূল্যের বেহুন্দি ও মশারি জাল পুড়িয়ে ধ্বংস

চাঁদপুরে ৩৭ লাখ টাকা মূল্যের বেহুন্দি ও মশারি জাল পুড়িয়ে ধ্বংস

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান বেহুন্দি ও মশারি জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৩৭লাখ টাকা।

বুধবার (১৬ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর মেঘনা নদীর মোহনা ও পুরান বাজার এলাকায় প্রায় ১লাখ মিটার মশারি জাল ও ৩টি বেহুন্দি জাল জব্দ করেন।অভিযানে নেতৃত্বে দেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার এম আসাদুজ্জামান ও চাঁদপুর সদর উপজেরা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশিদ।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে জানানো হয়, অভিযান কালে পাতা অবস্থায় ১লাখ মিটার মশারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় এ ধরণের অভিযান চলবে।?

আপনি আরও পড়তে পারেন