কুষ্টিয়ার মেয়র পদে আওয়ামীলীগ ও বিএনপি থেকে যারা দলীয় মনোনয়ন পেলেন

কুষ্টিয়ার মেয়র পদে আওয়ামীলীগ ও বিএনপি থেকে যারা দলীয় মনোনয়ন পেলেন

শাহাজাদা বেলাল স্টাফ রিপোর্টার


কুষ্টিয়ার চারটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ পুরোনো চারজনকেই মনোনয়ন দিয়েছে। চারজনই বর্তমান মেয়র। অন্যদিকে বিএনপির মনোনয়ন পাওয়া চারজন নতুন মুখ।


গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় কমিটি দলীয় প্রার্থীদের নিশ্চিত করে।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান বলেন, দল যাঁকে মনোনয়ন দিয়েছে, তাঁকে জয়ী করতে সব নেতা-কর্মীকে একযোগে কাজ করতে বলা হয়েছে।


আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া চারজন হলেন কুষ্টিয়া পৌরসভায় জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার আলী, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুজ্জামান অরুণ, ভেড়ামারায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, ও মিরপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক।

জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান আরো বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশের বাইরে কারও যাওয়ার সুযোগ নেই। দল যাঁকে মনোনয়ন দিয়েছে, তাঁকে জয়ী করতে সব নেতা-কর্মীকে একযোগে কাজ করতে বলা হয়েছে।


কুষ্টিয়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন বলেন, দলীয় প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করার জন্য জেলা ও উপজেলার নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির মনোনয়ন পাওয়া চারজন হলেন কুষ্টিয়ায় সদর উপজেলা বিএনপির সভাপতি বশিরুল আলম, কুমারখালী পৌর যুবদলের সভাপতি আনিসুর রহমান, ভেড়ামারায় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম রেজা, ও মিরপুরে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবজাল হোসেন।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন আরো বলেন, কেন্দ্র থেকে চারজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করার জন্য জেলা ও উপজেলার নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।


দ্বিতীয় ধাপে সারা দেশে আগামী ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে ভোট নেওয়া হবে। কুষ্টিয়ার কুমারখালীতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ও বাকি তিনটি পৌরসভায় ব্যালট পেপারে ভোট হবে।

আপনি আরও পড়তে পারেন