আনোয়ারা ও পটিয়া থানার যৌথ অভিযানে এক লক্ষ ছেচল্লিশ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

আনোয়ারা ও পটিয়া থানার যৌথ অভিযানে এক লক্ষ ছেচল্লিশ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

আরমান হোসেন, আনোয়ারা সংবাদদাতা


আনোয়ারা থানার কালাবিবির দিঘীর মোড় এলাকা থেকে ১,৪৬,০০০ (এক লক্ষ ছেচল্লিশ হাজার) পিস ইয়াবা,০২ টি মোটরসাইকেল ও ০৫টি  মোবাইলসহ ০৩ যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশ।


 গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার আওতাধীন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার ও পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম,আনোয়ারা থানার সহকারী পুলিশ সুপার মো: মফিজ উদ্দিন ও পটিয়া থানার সহকারী পুলিশ সুপার মো: তারিক রহমানেরনেতৃত্বে পটিয়া ও আনোয়ারা থানা পুলিশের একটি যৌথ অভিযানিক দল আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘী মোড়ে অভিযান পরিচালনা করে।


বৃহস্পতিবার  ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৭ টায় আনোয়ারা উপজেলার  কালাবিবির দিঘীর মোড় এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম পিএবি সড়কে চেকপোস্ট পরিচালনা করে এসময় মোটরসাইকেল আরোহীদের থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল রেখে দ্রুত দৌড়ে পলায়নের চেষ্টা করলে তাৎক্ষনিক ধাওয়া করে তাদের আটকের পর সাথে থাকা ০২টি ব্যাকপ্যাকে তল্লাশী চালিয়ে মোট ১৪টি ইট সদৃশ্য খাকি কাগজে মোড়ানো প্যাকেটের মধ্যে প্রতিটিতে ১০,০০০ পিস করে মোট ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) পিস ইয়াবা এবং ৩০টি নীল রংয়ের পলিপ্যাকের প্রতিটিতে ২০০টি করে মোট ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ সর্বমোট ১,৪৬,০০০ (এক লক্ষ ছেচল্লিশ হাজার) পিস ইয়াবা, ০২ টি মোটরসাইকেল (যার একটি রেজিস্ট্রেশন বিহীন), ও ০৫টি  মোবাইলসহ ০৩ মাদক কারবারিকে আটক করা হয়।


 আটককৃতরা হলেন কক্সবাজার টেকনাফ থানার নীলা ইউনিয়নের নুরুল হকের পুত্রমাহমুদুল হক(২৩),টেকনাফ থানার সদর ইউনিয়নের সালেহ আহমদের পুত্র মোঃ ইব্রাহিম (২৬) এবং টেকনাফ থানার সদর ইউনিয়নের খলিলুর রহমানের পুত্র জাহেদ হোসাইন(২৫)।

এই ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দীন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার।

আপনি আরও পড়তে পারেন