কম্বল নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন ঝিনাইগাতীর ইউএনও

কম্বল নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন ঝিনাইগাতীর ইউএনও

শেরপুর প্রতিনিধি :

কনকনে শীতে জনজীবন যখন বিপর্যস্ত, তখন অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিতে বাড়ি বাড়ি ছুটছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।


২৩ ডিসেম্বর বুধবার রাত ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান ও সদও ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসের চান উপস্থিত ছিলেন।


ইউএনও দিনব্যাপী দাফতরিক কাজ শষে ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে শীতার্তদের বাড়িতে কম্বল নিয়ে পরম মমতায় উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন শ্রমজীবী মানুষের মাঝে।

রামেরকুড়া এলাকার নুর হোসেন আবেগাপ্লুত হয়ে বলেন, সারাদিন রিকশা চালিয়ে কোনো মতে সংসার চালাই। যেখানে নুন আনতে পানতা ফুরায় সেখানে গরম কাপড় কেনার সামর্থ্য কই ? প্রচ-শীতে যখন আমরা অনেকটা অসহায়, তখন আমার কুঁড়েঘরে আচমকা কম্বল নিয়ে হাজির হলেন ইউএনও স্যার। আমার হাতে তুলে দিলেন কম্বল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, পাহাড়ী জনপদের শীতার্ত মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল পৌঁছে দিতে পেরেছি এটাই আমার সার্থকতা। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

আপনি আরও পড়তে পারেন