ধামইরহাটে যথাযোগ্য মর্যাদা যীশুখ্রীষ্টের জন্মদিন হিসেবে বড় দিন পালিত

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদা যীশুখ্রীষ্টের জন্মদিন হিসেবে বড় দিন পালিত

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-

নওগাঁর ধামইরহাটে ২৫ ডিসেম্বর শুক্রবার যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে খ্রীষ্ট ধর্মালম্বীদের যীশুখ্রীষ্টের জন্মদিন উপলক্ষ্যে শুভ বড় দিন পালিত হয়েছে। উপজেলার সব কটি গ্রীর্যায় সকাল থেকে প্রার্থনা শুরু হয়।

বড় দিন উপলক্ষ্যে বেনীদুয়ার মিশন গ্রীর্যার ফাদার ফাবিয়ান মার্ডী বলেন, দিবসটি পালন উপলক্ষ্যে খ্রিষ্টীয় পল্লী গুলো নতুন সাজে সাজিয়েছে। পরিবারের ছেলে-মেয়েসহ বড় ছোট সবাই নতুন পোষাক পরিধান, উন্নত মানের খাবার পরিবেশন এবং এতিম অসহায়দের জন্য প্রার্থনা করা হয়। বর্তমান সময়ের সব চেয়ে বড় আতঙ্ক করোনা থেকে দেশ তথা জাতির মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

বিকেলে খেলা-ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। দিনটি পালনের জন্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি গ্রীর্যায় ২২ হাজার ৩৮৩ টাকার চেক প্রদান করা হয় বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন জানান।                                   

আপনি আরও পড়তে পারেন