ফেনী পৌরসভার জাতীয় পার্টির কাউন্সিলর প্রার্থী ঘোষণা

ফেনী পৌরসভার জাতীয় পার্টির কাউন্সিলর প্রার্থী ঘোষণা

দেলোয়ার হোসেন,ফেনী প্রতিনিধি,

জাতীয় পার্টির পক্ষ থেকে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ফেনী পৌরসভা নির্বাচনে অংশগ্রহনের জন্য তিনটি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ঘোষণা করেছে ফেনী জেলা জাতীয় পার্টি। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ জানান, গত মঙ্গলবার জেলা জাতীয় পার্টির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

উক্ত ভার্চুয়াল সভায় টেলি কনফারেন্সে ফেনী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী  এমপি যুক্ত হয়ে ফেনী জেলার পাঁচ পৌরসভার নির্বাচনে অংশগ্রহণসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।ফেনী জেলা জাতীয় পার্টির আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে অংশ নেন ফেনী জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়কবৃন্দ।

লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি সকল নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পৌরসভা নির্বাচন ও নির্বাচনী কর্মকান্ড পরিচালনার জন্য ফেনী জেলা পৌর নির্বাচন মনোনয়ন ও পরিচালনা বোর্ড গঠন করেন।

ফেনী জেলা পৌর নির্বাচন মনোনয়ন ও পরিচালনা বোর্ড এর প্রধান, ফেনী জেলা জাতীয় পার্টির  আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ। সদস্যগণ যুগ্ম আহবায়ক এম ইকবাল আলমগীর, মজিবুর রহমান বাবুল, মো. জহির উদ্দিন মজুমদার (ভিপি জহির), হাজী আবু সুফিয়ান ও আবদুল ওয়াদুদ।কনফারেন্সে নির্বাচন পরিচালনা বোর্ড ফেনী পৌরসভা নির্বাচনে  জাতীয় পার্টির তিনটি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে  একক প্রার্থীগণ হলেন ফেনী পৌরসভার  ৫নং ওয়ার্ডে  ফেনী জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক খন্দকার নুর নবী, ৮নং ওয়ার্ডে ফেনী জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. রেজাউল গনি পলাশ ও ১২নং ওয়ার্ডে ফেনী জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আবুল মনসুর নয়ন।

আপনি আরও পড়তে পারেন