শেখ হাসিনা কৃষি খাতের উপর গুরুত্ব দিয়েছেন: সালমান এফ রহমান

শেখ হাসিনা কৃষি খাতের উপর গুরুত্ব দিয়েছেন: সালমান এফ রহমান

স্টাফ রিপোর্টারঃ

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষি খাতের উপর গুরুত্ব দিয়েছেন। 


শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) বার্ষিক সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ 


তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের কৃষি ব্যবস্থা যেমন উন্নত হয়েছে তেমনি, কৃষকদেরও নানা ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন৷ দেশের কৃষি ব্যবস্থার কথা চিম্তা করে শিল্প কারখানা প্রতীকভূমিকে নির্মাণের জন্য নির্ধারণ করেছেন বর্তমান সরকার। এই ব্যবস্থায় দেশে আর কৃষির ঘাটতি হবে না৷ 

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র অর্থ সচিব হেদায়েত উল্লাহ্ আল মামুন।


বিআরডিবির চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফজলুর রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুর রব, দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মানোবেন্দ্র দত্ত, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ মন্ডলসহ আরো অনেকেই৷ 


অন্যদিকে করোনাকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে সাফল্যের সাথে দায়িত্ব পালন করায় প্রশাসন, চিকিৎসক, গণমাধ্যম কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন,  উদ্যোক্তাসহ ১৭ ক্যাটাকরিতে সম্মাননা স্মারক দেওয়া হয়৷ 

নবাবগঞ্জ, ঢাকা৷

আপনি আরও পড়তে পারেন