সাভারে উৎসব উদ্দীপনায় বড়দিন পালিত

সাভারে উৎসব উদ্দীপনায় বড়দিন পালিত

উজ্জ্বল হোসাইনঃ সাভার প্রতিনিধি 


সাভারে উৎসব আর যথাযথ ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্যেদিয়ে বড়দিন পালিত হয়েছে। দিনব্যাপী নানা অনুষ্ঠান আর প্রার্থনার মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদরে সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড় দিন। উৎসবে নারী পুরুষ সকলেই প্রার্থনা সভা ও খ্রীষ্টযজ্ঞ অনুষ্ঠানে যোগদান করেন।

দিনটি উপলক্ষে শুক্রবার খ্রিষ্টান সম্প্রদায়রে মধ্যে ছিলো উৎসবরে আমজে। ঘরে ঘরে বিশষে খাবারের আয়োজন, র্কীতন এবং ধর্মীয় গানরে আসর। বড় দিন উপলক্ষে সাভারে ১১টি গির্জা সেজেছে মনোরম সাজে।  সাভারের সবচেয় বড় গির্জা ধরেন্ডা মিশনের ফাদার আলবার্ট টমাস রোজারিও প্রার্থনা সভার নেতৃত্ব প্রদান করেন।

এই প্রার্থনার মাধ্যমে জগতরে সকল ধর্মরে সকল মানুষরে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া ধরেন্ডা গির্জায় বিশেষ কীর্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কীর্তনে রাজাশনদল,ধরেন্ডা দল,দেওগাঁ দল ও কমলাপুরদলসহ ৪টি দল অংশ নেয়। পরে বিশেষ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাভার পৌরসভার মেয়র হাজী আবদুল গণি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধরেন্ডা মিশন তরুণ সংঘের প্রেসিডেন্ট ক্লিন্টন আগস্টিন কাস্তা।

 এছাড়াও অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকাজেলা যুবলীগের সাধারন সম্পাদক জেএস মিজানুর রহমার মিজান, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সেলিম মিয়া, সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, ধরেন্ডা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল গমেজ, ওয়াইএমসির প্রেসিডেন্ট তপন টমাস রোজারিও প্রমূখ । 

আপনি আরও পড়তে পারেন