সন্তানের জন্মে ৬০ বছর বিনামূল্যে পিজ্জা পাবেন বাবা-মা

সন্তানের জন্মে ৬০ বছর বিনামূল্যে পিজ্জা পাবেন বাবা-মা

প্রায় ৭২ ঘণ্টা প্রসব যন্ত্রণার পর প্রথম সন্তানের জন্ম দেন ক্লিমেটিন ওল্ডফিল্ড। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ৬০ বছর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পিজ্জা পাওয়ার এক আকর্ষণীয় পুরস্কার জিতে নিয়েছেন তার বাবা-মা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম সন্তান নিয়ে খুব চিন্তায় ছিলেন ক্লিমেটিন ওল্ডফিল্ড আর অ্যান্থনি লট। এরইমধ্যে ৯ ডিসেম্বর ডোমিনিক জুলিয়ান লটের জন্মের ঘণ্টা দুয়েক আগেই একটি মজার প্রতিযোগিতার কথা ঘোষণা করে ডোমিনোজ পিজ্জা।

প্রতিষ্ঠানটির ৬০তম জন্মবার্ষিকী উদযাপন ঘিরে ডোমিনোজ পিজ্জার পক্ষ থেকে ঘোষণা করা হয়, যদি ৯ ডিসেম্বর কোনো পরিবারে প্রথম সন্তান জন্ম নেয় এবং তার নাম রাখা হয় ডোমিনিক, তাহলে পরিবারটি একটি ক্যাশ কুপন জিতবে। সেই ক্যাশ কুপনের সাহায্যে ৬০ বছর পর্যন্ত বিনামূল্যে পিজ্জা অর্ডার করে খেতে পারবেন তারা। আর ভাগ্যক্রমে সেই দিনই জন্মায় ডোমিনিক। সঙ্গে সঙ্গে এই পুরস্কার জিতে নেন ক্লিমেটিন ওল্ডফিল্ড আর অ্যান্থনি লট। কারণ কাকতালীয়ভাবে তাদের প্রথম সন্তানের নাম রাখা হয় ডোমিনিক!

তবে জন্মের আগেই বাবা-মা দুজনে মিলে ছেলের এই নাম ঠিক করেছিলেন। ক্লিমেটিন এই ডোমিনিক নাম রাখার প্রস্তাব দিয়েছিলেন। অ্যান্থনিরও নামটি পছন্দ হয়। মজার বিষয় হলো, চাচার কারণেই এই প্রতিযোগিতার অংশ হয়ে ওঠে ডোমিনিক। কয়েক দিন আগে নবজাতকের চাচা ডোমিনিকের দাদিকে এই প্রতিযোগিতা সম্পর্কে জানান। ডোমিনিকের দাদি তার বাবা-মাকে প্রতিযোগিতায় অংশ নিতে বলেন। ডোমিনিক জন্মের পর তড়িঘড়ি করে ডোমিনোজ পিজ্জাকে তাদের সন্তানের জন্ম সনদ পাঠান তারা। আর জিতে নেন পুরস্কার।

উপহার পেয়ে খুব খুশি ডোমিনিকের বাবা-মা। তা বলছেন, হাসপাতালে সপ্তাহখানেক কাটানোর পর এই ধরনের উপহারে বেশ ভালো লাগছে। এই কয়েক দিন নানা ঝামেলা পোহাতে হয়েছে। কিন্তু ঘরে নতুন সদস্য আসার পাশাপাশি এই উপহার যেন এক আলাদা আনন্দ নিয়ে এসেছে।

৬০ বছর আগে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করে ডোমিনোজ পিজ্জা। অস্ট্রেলিয়ায় এরইমধ্যে ৩৭ বছর পূর্ণ করে ফেলেছে প্রতিষ্ঠানটি।

আপনি আরও পড়তে পারেন