প্রথম ধাপে বরগুনার বেতাগী পৌর সভার নির্বাচন চলছে

প্রথম ধাপে বরগুনার বেতাগী পৌর সভার নির্বাচন চলছে

বরগুনার বেতাগী পৌরসভার নির্বাচন প্রথম ধাপে নির্বাচন সকাল ৮টায় শুরু হয়েছে । ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) এর মাধ্যমে এই প্রথম বরগুনায় ভোট দিচ্ছেন ভোটাররা। 

এ পৌরসভার মোট ভোটারের সংখ্যা ৯ হাজার ২ শত ৭৭ জন এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৫ শত ৪২ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৭শত ৩৫ জন। 


এর মধ্যে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর ২৭, সংরক্ষিত ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে।


নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার এবং সহাকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম।


এছাড়াও প্রশাসনের ব্যাপক তৎপরতা দেখা গেছে।
বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে, বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

আপনি আরও পড়তে পারেন