কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত

মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-

টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। 


মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক উপজেলার সল্লা ইউনিয়নের টেকপাড়া গ্রামের ইনসান আলীর ছেলে আয়নাল হক (৩০)।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে মাছ কিনে বিক্রি করার জন্য এলেঙ্গার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় আয়নাল। পরে হাতিয়া রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় সে। এসময় স্থানীয় লোকজন মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে।


এবিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হলে লাশটি পাওয়া যায়নি। লাশটি স্বজনেরা বাড়ি নিয়ে গিয়েছে। 
অন্যদিকে কোন ট্রেনে কাটা পড়ে মারা গেছে সেটি জানাতে পারেননি তিনি।

আপনি আরও পড়তে পারেন