নেত্রকোনা দুর্গাপুরে পৌর নির্বাচনে “মেয়র পদে” যারা দলীয় মনোনয়ন পেয়েছেন

নেত্রকোনা দুর্গাপুরে পৌর নির্বাচনে "মেয়র পদে" যারা দলীয় মনোনয়ন পেয়েছেন

আগামী ৩০ জানুয়ারি ২০২১, তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দফায় ৬৪টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। এ ধাপের সবগুলোতেই ব্যালটে ভোট হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর গত (১৪ ডিসেম্বর) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ১০ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি সকাল আটটা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত। এরই ধারাবাহিকতায় নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।

তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী (বিশিষ্ট ব্যবসায়ী) মোঃ আলা উদ্দিন আলাল (নৌকা)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মেয়র প্রার্থী (স্মরণিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক) আলহাজ্ব জামাল উদ্দিন (ধানের শীষ)।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত মেয়র প্রার্থী, (সাবেক ছাত্র ইউনিয়ন ও বর্তমান সিপিবি নেতা) কমরেড শামসুল আলম খান (কাস্তে)। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী ( সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দূর্গাপুর উপজেলা) মুহাম্মাদ আব্দুল মান্নান ( হাতপাখা)। তাছাড়াও স্বতন্ত্র প্রার্থী থাকতে পারে। আগামী ১০ জানুয়ারির পর জানা যাবে মোট কতজন মেয়র প্রার্থী ৩০ জানুয়ারির দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন।

আপনি আরও পড়তে পারেন