ভটভটি ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত -১।

ভটভটি ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত -১।

সাদুল্লাপুর থেকে লাবলুঃ

গাইবান্ধা সাদুল্লাপুরের   ধাপেরহাটে মটর সাইকেল ও ভটভটির সংঘর্ষে নিহত -১।গত ২৮/১২/২০ ইং রাত্রি  ১২ টার পর ধাপেরহাট হতে আমবাগানের রাস্তার কলমের বটগাছ নামক স্হানে  এ দূর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া(৩০)নিজপাড়া গ্রামের  সাবেক লুলু মেম্বরের ছেলে। সে পেশায় মোটরসাইকেল মেকার।

জানা যায় কাজ শেষে ধাপেরহাট থেকে মটরসাইকেল যোগে  বাড়ি ফেরার পথে রাত্রি ১২ টার দিকে কলমের বটগাছের পূর্বপার্শ্বে  মাটি ভর্তি শ্যালো মেশিন চালিত আলোবিহীন   ভটভটি তাকে  ধাক্কা দিয়ে পালিয়ে যায়।পথচারীরা  আহত মিলনকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দিলে   চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টার দিকে মেকার মিলন  মারা যায়( ইন্না-লিল্লাহ ———– রাজিউন)। 


মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।। 

আপনি আরও পড়তে পারেন