কেরানীগঞ্জে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কেরানীগঞ্জে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মো.শাহিন বিশেষ প্রতিনিধিঃ

“নিরাপদ খাবার উৎপাদন করি,নিরাপদ খাবার খাই “এই স্লোগান সামনে নিয়ে কেরানীগঞ্জ উপজেলায় এক জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 


আজ সকাল ১০টায় কেরানীগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে মুজিব বর্ষের কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভাস্কর দেবনাথ বাপ্পি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রাজস্ব দক্ষিণ সার্কেল সানজিদা পারভীন তিন্নি, কৃষি কর্মকর্তা শহিদুল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ মশিউর রহমান,ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা তাহমিনা,সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা ,সমবায় কর্মকর্তা রুহুল আমিন, প্রাণি সম্পাদ কর্মকর্তা জহির উদ্দিন, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আলীসহ আরো অনেকে।

আপনি আরও পড়তে পারেন