হংকংয়ের ১০ গণতন্ত্রপন্থি মানবাধিকার কর্মীর কারাদণ্ড দিল চীন

হংকংয়ের ১০ গণতন্ত্রপন্থি মানবাধিকার কর্মীর কারাদণ্ড দিল চীন

হংকংয়ের ১০ গণতন্ত্রপন্থি মানবাধিকার কর্মীকে ৭ মাস থেকে তিন বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে চীন। 

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, গত আগস্টে হংকং থেকে তাইওয়ানে নৌকাযোগে পালিয়ে যাওয়ার সময় ১২ মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়। 

এর মধ্যে একজনকে তিন বছর, অপর একজনকে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আটজনকে আট মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। সে সঙ্গে তাদের বিভিন্ন অঙ্কের জরিমানা করাও হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এ ছাড়া ১৭ ও ১৮ বছর বয়সী দুজনকে হংকংয়ের পুলিশের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

গত জুনে বেইজিংয়ে কঠোর নিরাপত্তা আইন পাস করা হয়। এ জন্য হংকংয়ের ওই মানবাধিকার কর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। 

আপনি আরও পড়তে পারেন