ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি


ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং কেক কাটা হয়েছে। শুক্রবার জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পার্টি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচী পালন করা হয়।

উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হাদীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আনোয়ারুল হাসান খান সেলিম, আব্দুল আলী ফকির, নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন তুষার, ছাত্রসমাজের সভাপতি আতিকুর রহমান সুজন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশ ও জাতির প্রয়োজনে এক ঐতিহাসিক মুহুর্তে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করেছিলেন। ৯ বছরের শাসনামলে এরশাদ দেশের আপাময় জনতার সার্বিক কল্যাণে উপজেলা ব্যবস্থা সৃষ্টি, যৌতুক বিরোধী আইন, ঔষূধনীতি, শিল্পনীতি, শিক্ষানীতি ও শ্রমিকের শ্রমের মূল্য নিশ্চিত করতে দুই ঈদে বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং গরীব ছাত্র-ছাত্রীদের ৮ম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে অধ্যায়নের ব্যবস্থাগ্রহণ করে গ্রাম বাংলার মানুষের হৃদয়ে আসন করে নিয়েছেন।

তাই তিনি জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ওপর দাঁড় করিয়ে এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আপনি আরও পড়তে পারেন