দীঘিনালা জোনের উদ্দ্যেগে শীতবস্ত্র বিতরন

দীঘিনালা জোনের উদ্দ্যেগে শীতবস্ত্র বিতরন

সোহেল রানা দীঘিনালা প্রতিনিধি,


খাগড়াছড়ি দীঘিনালায় অসহায় হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে দীঘিনালা জোনের সেনবাহিনী। শুক্রবার সকালে দীঘিনালা উপলোর দূর্গম বাবুছড়া ইউনিয়নের বাবুছড়ামুখ উচ্চ বিদ্যালয়ে দীঘিনালা জোনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করেন দীঘিনালা জোন উপ-অধিনায়ক মেজর সামীন সিকদার রাতুল।

এছাড়াও দিঘীনালা উপজেলাধীন ১নং মেরুং ইউনিয়ন বেতছড়ি আর্মি ক্যাম্প, চংড়াছড়ি আর্মি ক্যাম্প, ২নং বোয়ালখালী ইউনিয়ন এর আওতায়-আলমগীর টিলা আর্মি ক্যাম্প, ৩নং কবাখালী ইউনিয়নে দীঘিনালা জোন সদর, ৪নং দীঘিনালা ইউনিয়ন বড়াদম আর্মি ক্যাম্প, ৫নং বাবুছড়া ইউনিয়ন বাবুছড়া আর্মি ক্যাম্প এলাকা শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র পেয়ে সুরবালা চাকমা(৬৫), দেবসোনা চাকমা(৫৩), দিবারানী চাকমা (৪৫) জগৎ জ্যোতি চাকমা(৭২) বলেন, শীত আসলে আমরা খুব কষ্ট পাই, ঘরে আগুন জ্বালিয়ে শীত নিবরান করি, সেনাবাহিনীর আমাদেরকে শীতবস্ত্র দিয়েছে এতে আমাদের শীতের কষ্ট দুর হয়েছে। এতে ২হাজর জনের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন