হচ্ছে না এবার বই উৎসব : ভৈরবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা নিচ্ছে নতুন বই

হচ্ছে না এবার বই উৎসব : ভৈরবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা নিচ্ছে নতুন বই

সোহানুর রহমান(সোহান) ভৈরব প্রতিনিধি  :

গতকাল শুক্রবার সকাল ১০টায় ভৈরব আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো.কবির হোসেন এর  উপস্থিতিতে অনানুষ্ঠানিকভাবে স্বাস্থবিধি মেনে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের হাতে ২০২১ সালের নতুন বই তুলে দেওয়া হয়। পয়লা জানুয়ারি। সারাদেশে এ দিনে বই উৎসব পালিত হয় প্রতি বছর। বই উৎসবে প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়। নতুন বইয়ের গন্ধে মেঠে উঠে শিশু-কিশোরেরা।

নতুন বই হাতে পেয়ে তারা উচ্ছ্বসিত হয়। নতুন বই পেলে শিশুদের পড়ালেখার প্রতি বাড়ে ঝোঁক। খুশি মন নিয়ে ক্লাসে যায়। বই উৎসব সারাদেশে বেশ আড়ম্বরভাবেই পালিত হয়।তবে এ বছর  করোনা প্রাদুর্ভাবের কারণে স্কুল বন্ধ অনেক দিন ধরে।

এজন্য এবার বই উৎসবের নেই কোন আনুষ্ঠানিকতা। স্বাস্থবিধি মেনে ছাত্র-ছাত্রীদের বই দেওয়ার কথা থাকায় ভৈরবে আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও  তাদের অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত বই বিতরণ অনুষ্ঠানের উদ্ভোদক ও ভৈরব পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অহিদ মিয়া এছাড়া আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা, ফারজানা আক্তার, সুমি,  রাশেদা বেগম, রোকেয়া বেগম, হালিমা আক্তার, ইয়াছমিন মিতা, সানজিদা বেগম প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চলনায় ছিলেন,

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম।প্রধান অতিথি’র বক্ত্যেবে ভৈরব উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো.কবির হোসেন বলেন, বই উৎসবের এই ধারাবাহিকতা বজায় থাকলে শিশু-কিশোররা বাড়তি আনন্দ লাভ করবে এবং তাদের মাঝে পাঠ্যাভ্যাসের আগ্রহ সৃষ্টি হবে। যা শিক্ষার ক্ষেত্রকে বিকশিত করবে। মা-বাবা, অভিভাবকবৃন্দ তাদের সন্তানদেরকে পড়ালেখার ব্যাপারে উৎসাহিত করবেন। আর আমাদের দেশে এমনিতে শিক্ষাক্ষেত্রে নানা সুযোগ-সুবিধা রয়েছে। দেয়া হচ্ছে নানা উপবৃত্তি, মিড-ডে মিলের মত উৎসাহব্যঞ্জক সুবিধা। যাতে মা-বাবা কিংবা অভিভাবক উপকৃত ও উজ্জীবিত হয়।

আপনি আরও পড়তে পারেন