ইতালিতে নতুন বছরকে বরণ করতে গিয়ে একজনের মৃত্যু, আহত ৮০

ইতালিতে নতুন বছরকে বরণ করতে গিয়ে একজনের মৃত্যু, আহত ৮০

লকডাউনের মধ্যে ইংরেজি নতুন বছরকে বরণ করতে গিয়ে দুর্ঘটনায় ইতালিতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮০ জন। সরকারি বিধিনিষেধ অমান্য করায় গ্রেফতার করা হয়েছে ৪৮ জনকে। এ ছাড়াও ১৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

পূর্ণ লকডাউনের মধ্যেই ইতালির বিভিন্ন প্রদেশে ব্যাপক আতশবাজির প্রদর্শন করা হয়। এতে ঘটে বেশ কয়েকটি দুর্ঘটনা। লোকসমাগমের ওপর নিষেধাজ্ঞা থাকার পরও সমাবেত হয় বহু মানুষ। আতশবাজির শব্দে রোমে বিপুলসংখ্যক পাখি মারা গেছে, যা এবারই প্রথম।

করোনাকালে দেওয়া লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১৮০টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৪৮ জনকে। তবে সরকারি বিধি মেনে এবার বর্ষবরণ উৎসবে যোগ দেননি প্রবাসী বাংলাদেশিরা। এতে সন্তুষ্ট কমিউনিটি নেতারা।

প্রতি বছর ইতালিতে ইংরেজি নতুন বছর বরণ করতে লাখ লাখ লোকের কনসার্ট আতশবাজিসহ নানা আয়োজন করা হয়। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এবার সব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকারি।

এদিকে ইতালিতে আবারো বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছেন ২২ হাজার ২২১ জন।

আপনি আরও পড়তে পারেন