লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই

লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই

আর সেন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে দুটি সেমি পাকা ও চারটি মাটির কাঁচাঘরসহ মোট ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
২ জানুয়ারী ( শনিবার) সকাল ১১ টার দিকে  বড়হাতিয়া ইউনিয়নের জগৎতের পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।   


সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের  সিনিয়র ষ্টেশন অফিসার মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করেছন। আগুনে ৬ টি বসত ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি বলে জানান তিনি। 
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন, সন্তোষ নাথ,বিনোদ নাথ, শংকর নাথ ,নিপুর নাথ,দুলাল নাথ ,ও প্রদীপ নাথ । 


বাড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ডি জুনাইদ বলেন, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জেনেছি। তিনি আরো বলেন,মুহূর্তে আগুনের লেলিহান শিখায় একে একে ৬ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো গরীব। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে আমার পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে ।


সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার  মাহবুব আলম  বলেন, দুপুর ১২ টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি  টিম ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। 

আপনি আরও পড়তে পারেন