আদিতমারীতে রাতের আঁধারে শীতার্তদের ঘরে কম্বল নিয়ে হাজির ইউএনও

আদিতমারীতে রাতের আঁধারে শীতার্তদের ঘরে কম্বল নিয়ে হাজির ইউএনও

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ

গত কয়েক দিনের মৃদু শৈত্য প্রবাহে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ছিন্নমূল মানুষগুলোর শীতবস্ত্রের অভাবে কাহিল অবস্থা। এসব শীতার্ত মানুষের চরম কষ্টের দিনে নতুন কম্বল নিয়ে হাজির আদিতমারী উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিন দোলন।


শনিবার দিবাগত রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন ইউএনও গাড়িতে কম্বল নিয়ে ছুটে গেছেন ওই উপজেলার  ছিন্নমূল মানুষের কাছে। নিজ হাতে তাদের গায়ে নতুন কম্বল জড়িয়ে দেন তিনি। শরীর বেহুশ করা শীতে নতুন কম্বল পেয়ে ছিন্নমূল মানুষগুলো পরম খুশি।

এ সময় তারা তাদের শীত নিবারণে কম্বল নিয়ে এগিয়ে আসায় ইউএনওর জন্য সৃষ্টিকর্তা কাছে দুই হাত তুলে তারা দোয়া করেন। ওই রাতে উপজেলার ভাদাই, মহিখোঁচা ও সারপুকুর ইউনিয়ন এর তালুক হরিদাস গ্রামের শীতার্ত মানুষদের মাঝে  কম্বল বিতরণ করেন ইউএনও মনসুর উদ্দিন দোলন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মনসুর উদ্দিন দোলন বলেন, উপজেলার শীতার্ত মানুষের শীত নিবারণ করার জন্য তাদের দ্বারেদ্বারে গিয়ে কম্বল দিচ্ছি। উপজেলার মানুষের দুঃখে কষ্টে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করবো।

আপনি আরও পড়তে পারেন