লোহাগাড়ার চুনতি বনবিভাগের জায়গা জবর-দখলের অভিযোগে আটক ২

লোহাগাড়ার চুনতি বনবিভাগের জায়গা জবর-দখলের অভিযোগে আটক ২

আর সেন লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :


চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের সাতগড় বন বিটের চুনতি মৌজার নলবুনিয়া হাতিবান্ধা এলাকায় বনভূমির জায়গা দখলের  অভিযোগে দুজন’কে আটক করে চুনতির  সাতগড় বনবিভাগ।


আজ সোমবার সকালে তাদের আটক করা হয়। এসময় ফারুক নামের একজন ব্যক্তি পালিয়ে যায়। 


আটককৃতরা হল উপজেলার চুনতি ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার মৃত আবদুস সালামের পুত্র মোঃ আবদুস সবুর ও পদুয়া মাঝের দোকান এলাকার ইমাম শরীফের পুত্র মোঃ আলী(৪৫)। 

চুনতি সাতগড় বন বিট কর্মকর্তা মোঃ মাসুদ পারভেজ জানান,চুনতি মৌলভী পাড়ার ফারুকের নেতৃত্বে চুনতি নলবনিয়া হাতিবান্ধা এলাকায় বনবিভাগের জায়গা জবর-দখল করছিল। 


খবর পেয়ে আমারা অভিযান পরিচালনা করে   দু-জনকে আটক করি। এসময়  ফারুক পালিয়ে যান।এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং ৩/৭/২১। আটককৃত ২ জনকে চট্টগ্রাম বন আদালতে প্রেরণ করা হয় এবং বাকি আসামী ফারুকে গ্রেফতারের জন্য অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

আপনি আরও পড়তে পারেন