ঘাটাইলে শখের ছাদ বাগান গড়ে তুলেছেন মিজানুর রহমান আকন্দ

ঘাটাইলে শখের ছাদবাগান গড়েতুলেছেন মিজানুররহমান আকন্দ

সৈয়দ মিঠুন ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি: 

টাঙ্গাইলের ঘাটাইলে শখের ছাদ বাগান করেছেন মিজানুর রহমান আকন্দ এছাড়াও রয়েছে মরিচ, বেগুন, কলমি শাক, লাউসহ, লাল শাক রয়েছে শখের ছাদ বাগানে।

 ঘাটাইলে এলাকায় ডেকোরেটর ব্যবসায়ী তরুণ ভৌমিকের প্রায় দুই শতক জমির ওপর দুইতলা বাড়ির ছাদে শখ করে গড়ে তুলেছেন ‘শখের ছাদ বাগান’।

 সকাল অথবা বিকেলে অবসর সময়ে প্রিয় ছাদ বাগান পরিচর্যায় ব্যস্ত থাকেন এই মিজানুর রহমান আকন্দ জমি বলতে থাকছে এক টুকরো ছাদ।

 করোনা মহামারিতে বাসা বাড়িতে অবসর সময়ে বসে না থেকে অনেকেই শুরু করেছেন ছাদ বাগান।

 রয়েছে ঔষধী গাছ তুলশী টোকাগর ফনিমনসা পাথর কুচি এলোবেরা ভাইতা, এবং সবজি রয়েছে, ঢেড়স পুইশাক লাউ শীম, বরবটি, লালশাক, ধনে পাতা ফুলকপি বাধাকপি, বেগুন টমোটো, মিষ্টিকুমড়া, গোলআলু কাকরোল ভুট্টা বিলাতি ধনেপাতা, পুদিনা পাতা, ও মসলা, মরিচ, হলুদ পিয়াজ রসুন, ফল রয়েছে আম, আনারস ও পেপে, ফুল বাতাবাহার হাসনা হেনা, ও, বেলিফুল মিজানুর রহমান আকন্দ জানায়, করোনা ও লকডাউনের মধ্যে বাড়ির বাইরে যেতে পারিনি। তখন ফ্যামিলি মেম্বারদের সঙ্গে নিয়ে ছাদ বাগানে কাজ করেছি।

 গাছের বিষয়ে অনেক কিছু টিভি দেখে শিখেছি এসময় সিনিয়র সাংবাদিক হায়দার রহমান বলেন, কারিগরি জ্ঞান না থাকার কারণে অনেক সময় সঠিক পরিচর্যার অভাবে গাছ মারা যায়।

 কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যদি প্রশিক্ষণ ও পরামর্শের ব্যবস্থা করতেন অনেকেই ছাদ কৃষির ক্ষতির হাত থেকে রক্ষা পেতেন।

 তবে , শহর ছাড়াও গ্রাম অঞ্চলে অনেকের দালান বাড়ি হচ্ছে। ছাদের উপরে চাষ করা সবজি একটি পরিবারের প্রতিদিনের চাহিদা পূরণ করা সম্ভব। বিশেষ করে কোন মৌসুমে গাছ রোপন করতে হবে, এতে যেমন পুষ্টির চাহিদা পূরণ হবে তেমনি বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যাবে।

আপনি আরও পড়তে পারেন