ঘাটাইলে রাতের আঁধারে কম্বল নিয়ে ঘুমন্ত মানুষের কাছে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার

ঘাটাইলে রাতের আঁধারে কম্বল নিয়ে ঘুমন্ত মানুষের কাছে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার

সৈয়দ মিঠুন ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: 

টাঙ্গাইলের ঘাটাইলে গত কয়েকদিন ধরেই  শীতটা বেশি অনুভব হচ্ছে।এতে  চরম দুর্ভোগে পড়েছেন ঘাটাইলে খেটে খাওয়া মানুষ।তীব্র ঠান্ডা থেকে অসহার মানুষদের বাঁচাতে রাস্তায় ঘুরে শীতবস্ত্র বিতরণ করেছেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার রবিবার  রাত ১১টার দিকে ঘাটাইল চত্বর সহ বিভিন্ন এলাকা  ঘুরে  অসহায় মানুষদের কম্ল বিতরণ করেন কিন্তু  করোনা কিছুটা থেমে গেলেও থেমে নেই ঘাটাইলের করোনা যোদ্ধা হিসেবে সুপরিচিত ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার  অঞ্জন কুমার সরকার।অতি অসহায় মানুষ, যাদের রাত কাটে রাস্তার পাশে অথবা কোন মার্কেটের বারান্দায় কিংবা স্কুলের বারান্দায় তাদের মাঝে নিজ হাতে কম্বল পড়িয়ে দিয়েছেন ঘাটাইলের মানবিক ইউএনও।

ইউএনও অঞ্জন কুমার সরকার জানান,ঘাটাইল  উপজেলায় দু’তিন দিন ধরে প্রচণ্ড ঠাণ্ডা পড়েছে। বিত্তবান মানুষ গরম কাপড় কিনে শীত নিবারণ করলেও গরিব ও অসহায় মানুষ টাকার অভাবে শীতের গরম কাপড় কিনতে পারছে না।তাই তাদের একটু স্বস্তি দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছেকেউবা বারান্দায় থাকেন।সেই সব মানুষদের কষ্টের কথা ভেবে রাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করেছি। আশা করছি, আমাদের এই ছোট উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে।  

আপনি আরও পড়তে পারেন