লালমনিরহাটে “ইয়াস” সংস্থার উদ্যোগে খাবার ও মাক্স বিতরন

লালমনিরহাটে “ইয়াস” সংস্থার উদ্যোগে খাবার ও মাক্স বিতরন

নুরুজ্জামান,লালমনিরহাটঃ লালমনিরহাটে ও কালীগঞ্জে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এনভায়রনমেন্ট এওয়ারনেস এন্ড হিউম্যানেটি সোসাইটি (ইয়াস) নামের একটি সংস্থা।বুধবার সকালে সংস্থাটির লালমনিরহাট জেলা অফিসের উদ্যোগে ১২০ টি অসহায় পরিবারের মাঝে ২ কেজি করে আটা, শুকনা খাবার ও মাক্স বিতরন করেন।


একই দিনে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা বাজার হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের মাঝে শুকনা খাবার ও মাক্স বিতারন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন “ইয়াস” পরিবেশ ও মানবাধিকার আইন সহায়তা সংস্থা’র লালমনিরহাট জেলা পরিদর্শক মোঃ আরিফুজ্জামান ও সংস্থাটির সকল সদস্য বৃন্দ।


পরিবেশ ও মানবাধিকার আইন সহায়তা সংস্থা (ইয়াস) এর জেলা পরিদর্শক মোঃ আরিফুজ্জামান জানান, আমরা মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে বিশ্বাসী। সামাজিক দূরত্ব বজায় রাখব কিন্তু দায়বদ্ধতা থেকে পিছিয়ে আসতে চাই না। সংস্থাটি সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চায় বলে ও জানান তিনি।

আপনি আরও পড়তে পারেন