যত্ন প্রকল্পের আওতায় উপকার ভোগীদের নগদ অর্থ প্রদান।

যত্ন প্রকল্পের আওতায় উপকার ভোগীদের নগদ অর্থ প্রদান।

লাবলু মিয়া ঃ

গাইবান্ধার  সাদুল্লাপুরে  আইএসপিপি- যত্ন  প্রকল্পের আওতায় ১১ টি ইউনিয়নে — ১১ হাজার ৩ শত ৬৩ জন উপকার ভোগীর মধ্যে ৮ কোটি ৩৩ লক্ষ ৯৭ হাজার ৯ শত  টাকা বিতরণ করা হয়েছে।

স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়  মন্ত্রণালয়ের অধীনস্হ স্থানীয় সরকার বিভাগ অতি দরিদ্রদের জন্য আইএসপি – যত্ন প্রকল্পের মাধ্যমে আয় সহায়ক কর্মসূচি  রংপুর ও ময়মনসিংহ বিভাগের ৭ জেলার ৪৩ টি উপজেলায় অতি দরিদ্র অন্তঃসত্ত্বা নারী,শিশু, ও তাদের মা,দের সুনির্দিষ্ট সেবাগ্রহণে বিপরীতে এ নগদ অর্থ প্রদান করছে।

  সাদুল্লাপুরের এস পি এস মোকসেদুর রহমান বলেন,যত্ন প্রকল্পের আওতায় উপকারভোগীরা হলেন, অতি দরিদ্র অন্তঃসত্ত্বা নারী  ৫ বছরের কম বয়সী প্রথম ও দ্বিতীয় শিশু ও তাদের মা।

 ৪৩ উপজেলায় অতি দরিদ্র অন্তঃসত্ত্বা নারী ও ০-৬০ মাস বয়সী শিশুর মা,দের সুনির্দিষ্ট সেবা গ্রহণের বিপরীতে নগদ  অর্থ প্রদানের মাধ্যমে শিশুদের পুষ্টি ও মনো-দৈহিক বিকাশ সাধন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম পরিচালনায় ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধি করাই এ প্রকল্পের মুল উদ্দেশ্য।

 এ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যে সমস্যা গুলোর মুখোমুখি হয়েছি তা সমাধান পূর্বক আগামীতে  যত্ন প্রকল্পের আওতায়  আরো মা ও শিশুদের অন্তর্ভুক্ত করা হবে। 

এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রধান ডাঘকরের পোস্ট অফিস পরিদর্শক মো: সাইম বলেন, ৮০ হাজার ‍উপকারভোগীর মধ্যে এ পর্যন্ত ৩৬ কোটি টাকার উপরে টাকা বিতরণ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন