ভারতে টিকা দেওয়া শুরু হচ্ছে শনিবার

ভারতে টিকা দেওয়া শুরু হচ্ছে শনিবার

করোনা সংক্রমণের তালিকায় উপরের দিকে থাকা দেশ ভারতে শনিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে দেওয়া হবে টিকা। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালও টিকাদান কর্মসূচি উদ্বোধনে নিজ নিজ রাজ্যের প্রতিনিধিত্ব করবেন। 

ভারতের ৩৭টি রাজ্যে একযোগে প্রথম দফায় কেভিশিল্ড ও কোভ্যাকসিন এ দুটো টিকা দেওয়া হবে। 

১৩০ কোটি মানুষের দেশটির কেন্দ্রীয় সরকার দুই দফায় মোট ৩০ কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্য শুরু করছে কার্যক্রম। প্রথম ধাপে দেওয়া হবে ৩ কোটি ডোজ। দ্বিতীয় দফায় দেওয়া হবে আরও ২৭ কোটি ডোজ।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ৩টি বেসরকারি হাসপাতাল ছাড়াও মোট ১৮টি প্রতিষেধক কেন্দ্রে দেওয়া হবে করোনার ভ্যাকসিন। রাজ্যজুড়ে কাজ করবে ২১০টি প্রতিষেধক কেন্দ্র।

ভারতে এ পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ১৫ লাখ মানুষ। মারা গেছেন প্রায় দেড় লাখ।

আপনি আরও পড়তে পারেন